প্রিয় তারকার জন্মদিন আসলেই লম্বা পোস্ট নবীর বেলায় পোস্ট নেই কেন?
প্রিয় তারকার জন্মদিন আসলেই লম্বা পোস্ট নবীর বেলায় পোস্ট নেই কেন?
১২ই রবিউল আওয়াল মুসলিম উম্মাহর জন্য দিনটি যেমন আনন্দের তার থেকে অধিক কষ্টের আবার জিলাপী খোরদের কাছে দিনটা ঈদে মিল্লাদুনবী ||
যাই হোক সেই তর্কে যেতে চায়ই না এই মাসটা অনেক বরকতের মাস ইবাদতের মাস আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা এবং নবী কারিম (সা:) এর প্রতি দরুদ পড়া নবীর সিরাত পড়া ||
মাসটি কূল কায়নাতের রহমত, বিশ্ব মানবতার বার্তা বাহক, আহমেদ মোস্তফা, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম এবং ইন্তেকাল এর মাস ||
প্রিয় তারকার জন্মদিন আসলেই আমরা পোস্ট করি তাকে নিয়ে অনেক লম্বা পোস্ট, প্রোফাইলে তার ছবি, স্টোরিতে স্ট্যাটাস ভিডিও দিয়ে ভরিয়ে ফেলি কিন্তু রবিউল আওয়াল মাসের অর্ধেক চলে গেলো কেও কি একটা বার নবীর সিরাত নিয়ে লেখা লেখি করেছি..? নবীর সিরাত পড়েছি..?? আমরা কিন্তু তা করিনি 💔 আমিও করিনি -- তবে করতে মনে চায় কিন্তু আমি একটা যায়গাতে এসে থেমে যাই সেটা হলো আমার প্রাণ প্রিয় নবীর সানে বেয়াদবি না হয়ে যায়। এই ভয়ে আমি কোনো দিন এই মহামানবকে নিয়ে লেখার সাহস করিনি আমি আজও সেই সাহস করবো না তবে আমি তার সিরাত পড়তে বেশি ভালোবাসি আমি বিশ্ব মানবতার মূর্তিপ্রতীক,মহামানব,বিশ্ব নবী, আমাদের মহানবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে আল্লাহ্ দিলে বেশি না হলেও একদম জানি না এবং প্রতিনিয়ত নবীর সিরাত পড়ি তাকে বেশি বেশি জানার চেষ্টা করি আমাদের সবার উচিত নবীর সিরাত পড়া তার সম্পর্কে জানা কারণ তিনি একজন আদর্শ পিতা, স্বামী, শিক্ষক সবক্ষেত্রেই তিনি আমাদের জন্য উত্তম আদর্শ
পরিশেষে সবার কাছে আমার অনুরোধ জিলাপী না খেয়ে এই মাসে বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়ুন নবীর সিরাত পড়ুন এবং ইবাদত করুন
আল্লাহ্ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক এবং সকল ধরনের ফিতনা, হারাম এবং বেদাআত হতে হেফাজত করুন আমিন ||
✍️AshrafulAkib
#ইসলাম
#ইসলামিক
#বাংলাদেশ


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন