Header Ads

সিরাতুন্নবি ﷺ উপলক্ষ্যে সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২২

 



◊ সিরাতুন্নবি ﷺ উপলক্ষ্যে সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২২ ◊


সিরাতুন্নবি ﷺ উপলক্ষ্যে পবিত্র মাহে রবিউল আউয়ালকে সামনে রেখে রাসূলুল্লাহ ﷺ এর জীবন সম্পর্কে ভালোভাবে জানা ও মানার স্বার্থে নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ছাত্রদের জন্য দেশব্যাপী জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা- ২০২২ আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সকল ছাত্রসমাজকে অংশগ্রহনের আহ্বান রইল।  


➠রেজিষ্টেশনের শেষ তারিখ : ১০ নভেম্বর ২০২২

➠ প্রতিযোগিতার তারিখ : ১৫ নভেম্বর ২০২২


➠ সিরাত পাঠ প্রতিযোগিতার বিষয় ও গ্রুপ  :

-  গ্রুপ ক : দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্র : রসূলুল্লাহর (ﷺ) বিপ্লবী জীবন

-  গ্রুপ খ :  একাদশ, দ্বাদশ ও ডিপ্লোমা শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ছাত্র :  মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ্ (ﷺ)

-  গ্রুপ গ : স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র : আর্-রাহীকুল মাখতূম


➠ পরীক্ষা পদ্ধতি ও নিয়মাবলী :

- অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

- প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

- রেজিস্ট্রেশন লিংক :  http://siratpath22reg.shibir.org.bd

- এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় : ৬০ মিনিট। মোট প্রশ্ন : ১০০টি। পূর্ণমান : ১০০। 

- প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২৫ নম্বর কাটা যাবে। 

- পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হবে।


➠ বই পাঠ প্রতিযোগিতার পুরস্কারসমূহ-

প্রথম পুরস্কার : ১৫,০০০/- (পনেরো হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ ) 

দ্বিতীয় পুরস্কার : ১২,০০০/- (বারো হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

তৃতীয় পুরস্কার : ১০,০০০/- (দশ হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ) 

চতুর্থ পুরস্কার : ৮,০০০/- (আট হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

পঞ্চম পুরস্কার : ৫,০০০/- (পাঁচ হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)

ষষ্ট থেকে দশম : ৩,০০০/- (তিন হাজার টাকার শিক্ষা বৃত্তি, ক্রেস্ট ও সনদ)


#Sirat2022

#Shibir

#Bangladesh

কোন মন্তব্য নেই

enot-poloskun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.