মহান স্বাধীনতা দিবস || Great Independence Day @BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদ্যাপন করবেন। বিশ্বব্যাপী চলা করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদ্যাপন করতে হয়েছে। এ বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তাই স্বাধীনতা দিবস উদ্যাপনে এবার স্বতঃস্ফূর্ততা বেশি থাকবে।
আজ এই দিনে বাংলার পূর্ব আকাসে রক্তিম আকার ধারন করে সবুজ ভূখন্ড থেকে একটি সূর্য উদিত হয়েছিল । সাধিনতার এই দিনে মহান স্বাধীনতার সময় 1971 সালে বির বাঙালিরা রক্ত দিয়ে আমাদের দেশ কে স্বাধীন করেছিল। তাদের সেই স্বধীন করার উদ্দেশ্যো ছিল জাতে করে এ দেশের মানুষ ন্যায় বিচার পায় । কিন্তু কোথায় সেই ন্যায় বিচার ? স্বাধীনতার 51 বছর অতিবাহিত হওয়ার পরেও মানুষ তার মৈালিক অধিকার ভোক করতে পারে না । আমরা বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পক্ষো থেকে বলতে চাই মানুষের স্বাধীনতাকে ফিরিয়ে দিন । আমরা সকল মানুষের স্বাধীনতা চাই । স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আবারও যদি এক সাগর রক্তের প্রযন হয় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির রক্ত দেয়ার জন্য প্যস্তুত ।
তার পরেও আমরা চাই স্বধনি ভাবে বসবাস করুক বাংলার মানুষ । আমরা বলতে চাই সকল রাজ বন্দিদের মুক্তি দিয়ে কেয়ারটেকার সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন দিতে হবে । মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন